বিয়ের পোশাকেই ডাক্তারি পরীক্ষা দিতে হাজির কনে!
রোজ রোজ সোশ্যাল মিডিয়ায় বহু ভিডিওই ভাইরাল হয়ে যায়। তার কোনও কোনওটি খুব মজার হয়। কোনও কোনওটি আবার বীভৎসতার কারণে ছড়িয়ে পড়ে। কিন্তু এমন কোনও কোনও ভিডিও থাকে, যেগুলি মানবিকতার কারণে জনপ্রিয় হয়। বা সেগুলির মধ্যে এমন কিছু থাকে, যা মন ভালো করে দেয়। হালে এমনই এক ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি কেরলের এক মহিলার। বিয়ের পোশাকেই তিনি হাজির হয়েছিলেন ফিজিওথেরাপির পরীক্ষা দিতে।
ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অনেকেই। সেখান থেকেই জানা গিয়েছে, ওই মহিলার নাম শ্রী লক্ষ্মী অনিল। বিঠানি নবজীবন কলেজ অব ফিজিওথেরাপির ছাত্রী তিনি। দীর্ঘ দিন ধরেই তার বিয়ের তারিখ ঠিক ছিল। এরকম অবস্থায় পরীক্ষার দিন পড়ে যায় ওই তারিখের মধ্যেই।
তাহলে কি পরীক্ষা দেয়া হবে না? এমন প্রশ্ন নাকি দীর্ঘ দিন ধরেই ভেবেছেন শ্রী লক্ষ্মীর বাড়ির লোকজন। কিন্তু একদম একবগ্গা ছিলেন শ্রী লক্ষ্মী। আর সেই কারণেই বিয়ের কাজ শেষ করেই তিনি চলে আসেন পরীক্ষা দিতে।
বিয়ের পোশাকের ওপরেই তিনি চাপিয়ে নেন অ্যাপ্রন আর তারপরেই বসে পরীক্ষা দিতে। তার এই আচরণের ভিডিও মুহূর্তে মন জয় করেছে সোশ্যাল মিডিয়ার।
অনেকেই বলেছেন, দেশে নারী শিক্ষার বিস্তারে যখন জোর দেয়া হচ্ছে, তখন এই জাতীয় ভিডিও খুবই উৎসাহ দেবে।
এর পাশাপাশি অনেকেই বলেছেন, দেশের মেয়েরা এক দিকে ঘর সামলাচ্ছেন, অন্যদিকে বাইরেও নিজের দায়িত্ব সামলাচ্ছেন। সব মিলিয়ে এটাই সব থেকে বড় কথা।