আর্কাইভ থেকে ক্যাম্পাস

যেখানেই থাকেন, অফিস নখদর্পণে থাকবে : ইবি উপাচার্য

ইসলামী বিশ্ববিদ্যলয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেছেন, ই-গভর্ন্যান্সের সুবিধা হচ্ছে আপনি যেখানেই থাকেন না কেন, অফিস আপনার নখদর্পণে থাকবে। আপনি যে কোন স্থান থেকে অফিস পরিচালনা করবে পারবেন। ই-গভর্ন্যান্স জীবনকে সহজ করে দেয়, নির্ভুল ভাবে কাজ করা যায়, সময় কম লাগে এবং আর্থিক সাশ্রয় হয়।

রবিবার সকালে প্রশাসন ভবনের সভাকক্ষে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি। কর্মশালায় বিভিন্ন অফিস প্রধান এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

সভায় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি’র সিনিয়র সহকারী পরিচালক ও ফোকাল পয়েন্ট (ইনোভেশন) রবিউল ইসলাম, ইউজিসি’র সিনিয়র সহকারী সচিব ও ফোকাল পয়েন্ট (এনআইএস) মামুন ও ইউজিসি’র সিনিয়র সহকারী সচিব ও বিকল্প ফোকাল পয়েন্ট (সিটিজেন চার্টার)জহিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইবির উপ-রেজিস্ট্রার (প্রশাসন) ও ফোকাল পয়েন্ট, আলমগীর হোসেন খান।

এ সম্পর্কিত আরও পড়ুন