প্রথম কোয়ালিফায়ারে অল্প পূঁজিতে গুটিয়ে গেল ম্যাশরা
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয়েছে মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স। খেলায় টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৭.১ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করেছে সিলেট।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। প্রথমে ব্যাট করতে নেমে সিলেটের সব ব্যাটার এ দিন ছিলেন ব্যর্থ। দলের এমন ব্যাটিং বিপর্যয়ে এ দিন কথা বলেছে কাপ্তান ম্যাশের ব্যাট। দুইটি করে চার-ছক্কায় ১৭ বলে ২৬ করেন তিনি। এছাড়া নাজমুল শান্তর ২৯ বলে ৩৮ ও মুশফিকুর রহিমের ২৯ রান ব্যতীত আর কেউ তেমন রান তুলতে পারেন নি।
কুমিল্লার হয়ে মুস্তাফিজ, তানভীর ও আন্দ্রে রাসেল নেন ২ টি করে উইকেট।
আরও পড়ুনঃ নেইমারের উপর ক্ষুব্ধ প্রতিবেশীরা