ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত
বান্দরবানে ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত হয়েছেন।
নিহতরা হলেন- রুপনগর এলাকার জাহেদের স্ত্রী আমেনা বেগম (৩৬) ও তার মেয়ে আয়শা (৫)।
আজ রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের কালাঘাটা বড়ুয়ারটের ফানছি ঘোনা রুপনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত আমেনা মানুষের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে জীবিকা নির্বাহ করতেন। বিকেলে মেয়েকে নিয়ে বাসা থেকে দোকানে যাচ্ছিলেন। পথে কাঠবোঝাই ট্রাকের ধাক্কায় তারা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার এম এ মঞ্জুর আলম বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।
বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।