কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে মেটা
আবারও বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা। এজন্য একাধিক টিমের বাজেট চূড়ান্ত করতে দেরি করেছে তারা। ব্যবসাভিত্তিক প্রভাবশালী ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে সেই দাবি করা হয়েছে।
আজ রোববার (১২ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে মেটার টিমগুলোর জন্য বাজেট এবং ভবিষ্যত প্রধানকে ঘিরে স্পষ্ট কোনো বার্তা পাওয়া যায়নি। এই বিষয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত প্রতিষ্ঠানটির দুই কর্মীর বরাত দিয়ে সংবাদটি দিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস।
এ নিয়ে মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন রয়টার্সের সাংবাদিকরা। তবে কোনো মন্তব্য করেননি তারা।
চলতি মাসের শুরুতে মেটা ঘোষণা করে, ২০২৩ সালে প্রতিষ্ঠানটির খরচে হতে পারে ৮৯ থেকে ৯৫ বিলিয়ন ডলার। এই সময়কে ‘ইয়ার অব ইফিসিয়েন্সি‘ অর্থাৎ বলে অভিহিত করেছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ।
গেলো নভেম্বরে ১১ হাজার বা ১৩ শতাংশ কর্মী ছাঁটাই করে মেটা। প্রতিষ্ঠানটির অধীনে রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারসহ একাধিক জনপ্রিয় বৈশ্বিক কোম্পানি।
এর আগে ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন ও মাইক্রোসফটের মতো প্রযুক্তি জায়ান্টগুলো হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়। অর্থনৈতিক মন্দার শঙ্কায় এই সিদ্ধান্ত নেয় তারা।