আর্কাইভ থেকে করোনা ভাইরাস

বিশ্বে করোনা সংক্রমণ বাড়ছেই

মহামারি করোনাভাইরাস শুরুর পর দেড় বছর পেরিয়ে গেলেও কমছে না এর সংক্রমণ। বরং ছড়িয়ে পড়ছে করোনার নানা ধরন। দক্ষিণ এশিয়ায় করোনার দ্বিতীয় হটস্পট ইন্দোনেশিয়ায় প্রথমবার একদিনে মৃত্যু ছাড়ালো দুই হাজার।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ইন্দোনেশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে রেকর্ড দুই হাজার ৬৯ জন মারা গেছে। একদিনে সংক্রমণ শনাক্ত হয়েছে ৪৫ হাজারের বেশি। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যু সাড়ে ৮৬ হাজারের বেশি। মোট শনাক্ত ছাড়িয়েছে ৩২ লাখ ৩৯ হাজার।

কোভিড সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি মানার বিষয়ে জোর দেওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য সংস্থা। দুই ডোজ টিকা গ্রহণকারীদেরও বদ্ধ স্থানে মাস্ক পরার আহ্বান জানিয়েছে বিশেষজ্ঞরা। করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়তে থাকায় মঙ্গলবার এ সিদ্ধান্ত দিয়েছে তারা।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিষয়ক সংস্থা সিডিসি জানায়, টিকাকরণের পরও করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছে অনেকে। মাস্ক না পরায় অনেকে বাহক হিসেবে ভাইরাস ছড়াচ্ছে। তাই করোনার হটস্পটগুলোয় ভবনের ভেতর মাস্ক পরার ওপর গুরুত্ব দিয়েছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরার নির্দেশনা দেওয়া হয়েছে।

চলতি বছরের মে মাসে খোলা জায়গায় মাস্ক পরার বিধিনিষেধ শিথিল করেছিল সিডিসি। তবে সংক্রমণ বাড়ায় সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে গেল কয়েকদিনে কোভিড সংক্রমিত শনাক্তের সংখ্যা গড়ে ৫৭ হাজারের মতো। গড়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৪ হাজার। ভাইরাসের বিস্তার আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে সংক্রমণ বিশেষজ্ঞরা।

এদিকে, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে মঙ্গলবার রেকর্ড সংক্রমণ ১৭৭ জন। সংক্রমণ বাড়তে থাকায় সিডনিতে লকডাউনের মেয়াদ আরো চার সপ্তাহ বাড়িয়েছে কর্তৃপক্ষ।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন