আর্কাইভ থেকে করোনা ভাইরাস

যুক্তরাষ্ট্রে আবার বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যু

আবারও করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে যুক্তরাষ্ট্রে। একদিনে দেশটিতে আক্রান্ত হয়েছে ৮৪ হাজার ৫৩৪ জন। এই সময়ে মারা গেছে ৪৮৩ জন। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)’র তথ্য অনুযায়ী, গেল ১০ দিনে সংক্রমণের হার গড়ে বৃদ্ধি পেয়েছে ৭০ শতাংশ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, শুধু সংক্রমণই না গড়ে মৃত্যুও বাড়ছে যুক্তরাষ্ট্রে। গেল ১৯ জুলাই মারা যায় ১৪০ জন। মাত্র ১০ দিনের ব্যবধানে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত প্রতিদিনের মৃত্যু বেড়ে হয়েছে ৪৮৩ জন।

আবার গেল ২৬ জুলাই আক্রান্ত হয়েছিল ৫২ হাজার ৫০ জন। মাত্র তিন দিনের ব্যবধানে আক্রান্ত বেড়েছে আরও প্রায় ৩৪ হাজার।

সিডিসির তথ্য বলছে, গড়ে প্রতিদিন আক্রান্ত রোগী বেড়ে যাওয়ায় দ্রুত বাড়ছে হাসপাতালে ভর্তির সংখ্যাও। এমনকি গ্রীষ্মকালীন অবকাশ কাটাতে গিয়ে অনেকে সংক্রমণ ছড়াচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন টিকা নিয়ে ব্যাপক উদ্যোগ নিলেও উল্লেখযোগ্য জনগোষ্ঠীকে এখনো টিকার আওতায় আনা যায়নি। টিকা নেয়নি এমন মানুষের মধ্যেই এখন সংক্রমণ বেশি ছড়াচ্ছে।

এখনো মার্কিন স্বাস্থ্যসেবীরা দাবি করছে, ফাইজার ও মডার্না উৎপাদিত টিকা কোভিড-১৯য়ের রূপান্তরিত ভাইরাস ডেলটার সংক্রমণ ঠেকাতে উচ্চমাত্রায় কার্যকর।

সিডিসির পরিচালক র‌্যাচেল ওয়ালেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের যেসব এলাকার মানুষের মধ্যে টিকা নেওয়ার হার কম, সেসব এলাকায় ডেলটা ভাইরাসের সংক্রমণ ঘটছে। সংক্রমণের কারণে মৃত্যুও হচ্ছে।

যুক্তরাষ্ট্রে ২০১৯ সালের মার্চ থেকে করোনা সংক্রমণ ভয়াবহ হয়ে ওঠে। মৃত্যুপুরী হয়ে উঠেছিল নিউইয়র্ক। হাজারো মানুষের মৃত্যুর শোক নিয়ে মহামারি মোকাবিলায় অন্য সব অঙ্গরাজ্যের তুলনায় অগ্রণী ভূমিকা রেখেছে নিউইয়র্কবাসী।

নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের প্রায় সব অঙ্গরাজ্যেই নতুন করে সংক্রমণ বাড়ায় স্বাস্থ্যসেবীদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে। সহজলভ্য হলেও বেশিরভাগ জনগোষ্ঠীকে টিকা নিতে রাজি করাতে পারেনি মার্কিন সরকার।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনার সংক্রমণে মারা গেছে ছয় লাখ ২৮ হাজারের বেশি মানুষ। বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত দেশ হিসেবেও শীর্ষে যুক্তরাষ্ট্র।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন