আর্কাইভ থেকে বলিউড

শাহরুখের কাছে ধরাশায়ী কার্তিক!

শাহরুখের কাছে ধরাশায়ী কার্তিক!
১০ জানুয়ারি মুক্তি পেয়েছিল শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’-এর ট্রেলার। ‘পাঠান’-এর ট্রেলার মুক্তির দুদিন পরই মুক্তি পেয়েছিল কার্তিক আরিয়ান-কৃতি শ্যানন অভিনীত ‘শেহজাদা’র ট্রেলার। তবে আশ্চর্যের ব্যাপার হলো— দুই দিন পর মুক্তি পেয়েও ভিউয়ের দিক থেকে ‘পাঠান’-এর ট্রেলারকে ছাড়িয়ে গিয়েছিল ‘শেহজাদা’। কিন্তু মুক্তির পর একদম ধরাশায়ী হয়েছে কার্তিকের শেহজাদা। ২০২২ সালে ‘ভুল ভুলাইয়া ২’-এর জনপ্রিয়তার পর এ বছর ‘শেহজাদা’য় ফিরলেন কার্তিক আরিয়ান। দর্শকের প্রত্যাশা ছিল অনেক। কিন্তু স্পট বুকিং থেকে শুরু করে একটা টিকিট কিনলে আর একটা ফ্রি— এমন নানা কিছুর সুবিধা দেয়া হলেও বক্স অফিসে খুব বড় কিছু প্রভাব ফেলল না ‘শেহজাদা’। প্রথম দিনে সংগ্রহে এলো সাকুল্যে সাড়ে ৬ কোটি টাকা।
শাহরুখ,কার্তিক
শাহরুখ,কার্তিক
তবে চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকদের মতে, এই অঙ্ক খুব কম নয়। অগ্রিম বুকিং যতটা কম হয়েছিল, সেই তুলনায় একেবারে তলানিতে না গিয়ে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। সমীক্ষকদের অনুমান, সপ্তাহান্তেও খুব বেশি কিছু করতে পারবে না কার্তিকের ছবি। গেলো ২৫ জানুয়ারি থেকে ধরলে প্রায় এক মাস হতে চলল বক্স অফিসে রান তুলেই চলেছে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’। সে ছবিকে সম্মান দিতে মুক্তি পিছিয়ে নেওয়া হয়েছিল ‘শেহজাদা’র। নির্মাতারা ভেবেছিলেন, ফাঁকা মাঠে গোল দেয়া সুবিধাজনক হবে। কিন্তু মাঠ যে কখনওই ফাঁকা নয়। ‘পাঠান’-এর চার সপ্তাহের মাথায় চলে এসেছে হলিউডের বড় প্রকল্প ‘অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প’। ‘শেহজাদা’ এখন জোড়া ঘোড়ার কাছে ধোপে টিকতে পারছে না।

এ সম্পর্কিত আরও পড়ুন শাহরুখের | কাছে | ধরাশায়ী | কার্তিক