আর্কাইভ থেকে জাতীয়

গণটিকাদান কর্মসূচির প্রথমদিনে টিকা নিলেন ২৮ লাখ ৩৭ হাজার মানুষ

গণটিকাদান কর্মসূচির প্রথমদিনে টিকা নিলেন ২৮ লাখ ৩৭ হাজার মানুষ

গণটিকাদান কর্মসূচির প্রথমদিনে ২৮ লাখ ৩৬ হাজার ৯৭০ জন করোনাভাইরাস প্রতিষেধক টিকাগ্রহণ করেছেন। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২৭ লাখ ৮৩ হাজার ১৭২ জন। আর দ্বিতীয় ডোজগ্রহণকারীর সংখ্যা ৫৩ হাজার ৭৯৮ জন।

প্রথম ডোজ নেয়াদের মধ্যে পুরুষ ১৫ লাখ ১৪ হাজার ৯৩৬ জন ও নারী ১২ লাখ ৬৮ হাজার ২৩৬ জন। এ নিয়ে দেশে প্রথম ডোজ গ্রহণকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ৩০ লাখ ৭২ হাজার ৯৬৯ জন।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান শনিবার (৭ আগস্ট) দিবাগত মধ্যরাতে এ তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, প্রথমদিন প্রায় ২৭ লাখ ৮৩ হাজার মানুষকে করোনার টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে প্রায় ৫৪ হাজার মানুষকে। 

স্বতঃস্ফূর্তভাবে করোনার টিকা নিয়েছেন সাধারণ মানুষ। গ্রাম, ছোট শহর ও মহানগরের অনেক কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। 

তবে এ হিসাবে গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও সিলেট জেলার তথ্য নেই। এসব জেলা মিলিয়ে ৩০ লাখের বেশি টিকা দেয়া হয়েছে বলে জানা গেছে। 

দ্বিতীয় দিনও করোনার টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে ভিড় করেছেন সাধারণ মানুষ। প্রথমদিন প্রতি কেন্দ্রে ৩০০ করে টিকা দেয়া হলেও দ্বিতীয় দিন থেকে দেয়া হচ্ছে সাড়ে তিনশ। 

এ সম্পর্কিত আরও পড়ুন গণটিকাদান | কর্মসূচির | প্রথমদিনে | টিকা | নিলেন | ২৮ | লাখ | ৩৭ | হাজার | মানুষ