আর্কাইভ থেকে ছাত্র-শিক্ষক

ইবিতে ছাত্রী নির্যাতন: চলছে পর্যালোচনা

ইবিতে ছাত্রী নির্যাতন: চলছে পর্যালোচনা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রী নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি পর্যালোচনার কাজ শুরু করেছে। দ্রুত প্রতিবেদন দেয়ার লক্ষ্যে তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেবা মন্ডলের কক্ষে অন্যান্য সদস্যদের নিয়ে পর্যালোচনায় বসেছেন তারা। আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তারা এ আলোচনায় বসেন। এখনও চলছে পর্যালোচনা। পর্যালোচনা সভায় উপস্থিত আছেন প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুর্শিদ আলম ও সদস্য সচিব অ্যাকাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার আলীবর্দী খান। এর আগে গতকাল পর্যন্ত টানা তিনদিন বিভিন্ন পর্যায়ে ভুক্তভোগী ও অভিযুক্ত ছাত্রীদের সাক্ষাৎকার গ্রহণ করেন তারা। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, ঘটনা রাতে হলে অবস্থানরত প্রত্যক্ষদর্শী ও আয়াদের সঙ্গেও কথা বলেন কমিটির সদস্যরা। তবে তারা হলের কোনো সিসিটিভি ফুটেজ পাননি। অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, আমরা ভুক্তভোগী, অভিযুক্ত, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও দেশরত্ন শেখ হাসিনা হলের কর্মকর্তা-কর্মচারীদের সাক্ষাৎকার নিয়েছি। অতি দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য আমরা পর্যালোচনায় বসেছি। অধিকতর তদন্তের জন্য প্রয়োজনে আবার ভুক্তভোগী ও অভিযুক্তদের ডাকা হতে পারে। প্রসঙ্গত, গেলো ১২ ফেব্রুয়ারি রাতে দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে ডেকে রাত ১১টা থেকে রাত ৩টা পর্যন্ত নবীন ছাত্রী ফুলপরী খাতুনকে বিবস্ত্র করে মারধর ও শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগীদের বিরুদ্ধে। নির্যাতনের পরদিন ভয়ে ক্যাম্পাস থেকে পালিয়ে যান ওই ছাত্রী।

এ সম্পর্কিত আরও পড়ুন ইবিতে | ছাত্রী | নির্যাতন | চলছে | পর্যালোচনা