করোনাভাইরাসের সংক্রমণে সারাদেশে উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় জুলাই মাসে সরকারি প্রতিষ্ঠানে গরিব মানুষের কোভিড-১৯ নমুনা পরীক্ষা বিনামূল্যে করা হয়। এটি আরও এক মাস বাড়িয়ে আগস্ট পযর্ন্ত করা হয়েছে। আগস্ট পর থেকে আবার নির্ধারিত মূল্যে করোনা পরীক্ষা করাতে হবে।
মঙ্গলবার (১০ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে একটি চিঠি দিয়ে এ নির্দেশ দেয়া হয়।
চিঠিতে বলা হয়, সারাদেশের করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কোভিডের নমুনা পরীক্ষার প্রয়োজনীয় দেখা দিয়েছে। পরীক্ষার ফি দিয়ে দরিদ্র জনগোষ্ঠীর একই পরিবারের একাধিক সদস্যের করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা কষ্টকর হয়ে যাচ্ছে। এমতাবস্থায় কোভিড-১৯ প্রতিরোধ ও মোকাবিলায় দেশের দরিদ্র জনগণের কোভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষা আগস্ট মাসের জন্য বিনামূল্যে করার বিষয়ে সংশ্লিষ্ট সকল সরকারি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এস