আর্কাইভ থেকে জাতীয়

কুরআন শরীফ শপথ করে ৯ হরিণ শিকারীর আত্মসমর্পণ

কুরআন শরীফ শপথ করে ৯ হরিণ শিকারীর আত্মসমর্পণ

পবিত্র কুরআন শরীফ শপথ ও ষ্ট্যাম্পে লিখিত দিয়ে সুন্দরবনে নয় হরিণ শিকারী আত্মসমর্পণ করেছেন।

সোমবার (১৬ আগষ্ট) সকালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বনকর্মকর্তার কাছে এসে তার আত্নসমর্পণ করেন।

রেঞ্জের এসিএফ (সহকারী বনসংরক্ষক) মোঃ এনামুল হক এ তথ্য নিশ্চিত করেন।

আত্মসমর্পণকারী হরিণ শিকারীরা হলেন,  সাজ্জাক ব্যাপারি (২৫),  এমদাদুল সরদার (২৮), মহিদুল শেখ (৩০),  রেজাউল শেখ (৩৫), জাহাঙ্গীর মোল্যা (৩০),  বাচ্চু মৌছাল্লি (৩৫), আতাউর খাঁন (৩৫), রুবেল শেখ (২৮) ও ফরিদ জোমাদ্দার (৩৮)। তাদের বাড়ী উপজেলার সুন্দরবন ও চিলা ইউনিয়নে।

এসিএফ এনামুল হক আরও বলেন, আত্মসমর্পণকারীরা দীর্ঘদিন সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে হরিণ শিকারের পাশাপাশি কীটনাশক বা বিষ দিয়ে মাছও শিকার করতো।

তারা সোমবার চাঁদপাই রেঞ্জের কার্যালয়ে এসে আত্মসমর্পণ করে ৩০০ টাকার ষ্ট্যাম্পে লিখিত দিয়ে এবং পবিত্র কুরআন শরীফ শপথ করে এসব বনঅপকর্মে জড়িত হবেন না বলে অঙ্গিকার করেন। এর তিন মাস আগে আরও ১৮ হরিণ শিকারী আত্মসমর্পণ করেন বলেও জানান এসিএফ এনামুল হক।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন কুরআন | শরীফ | শপথ | করে | ৯ | হরিণ | শিকারীর | আত্মসমর্পণ