আর্কাইভ থেকে বাংলাদেশ

এফএএস ফাইন্যান্সের ৪ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক

এফএএস ফাইন্যান্সের ৪ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক

যাচাই বাছাই না করেই ভূয়া প্রতিষ্ঠানকে ১৩’শ কোটি টাকা ঋণ দেয়ার অভিযোগে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চার পরিচালককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। সকালে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ চার কর্মকর্তা হলেন, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালক অঞ্জন কুমার ঘোষ, প্রদীপ কুমার নন্দী, স্বতন্ত্র পরিচালক বীরেন্দ্র কুমার সোম ও পরিচালক মোস্তফা। কমিশনের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি দল তাদের জিজ্ঞাসাবাদ করেন।

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের কমিশনার মোজাম্মেল হক খান বলেন, যারা দুদকের নোটিশ পাওয়ার পরও আসেনি তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

গতকাল মঙ্গলবার এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল শাহরিয়ার ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হক গাজীকে ৪ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়।

পিকে হালদার ও তার সহযোগীদের যোগসাজশে ইন্টারন্যাশনাল লিজিং ও এফএএস ফাইন্যান্স থেকে টাকা লুটপাটের অভিযোগ খতিয়ে দেখতে ধারবাহিকভাবে এই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন এফএএস | ফাইন্যান্সের | ৪ | কর্মকর্তাকে | জিজ্ঞাসাবাদ | করেছে | দুদক