আর্কাইভ থেকে বাংলাদেশ

মিরপুরে গ্যাস লিকেজ দুর্ঘটনায় চিকিৎসাধীন ৩ জনের মৃত্যু

মিরপুরে গ্যাস লিকেজ দুর্ঘটনায় চিকিৎসাধীন ৩ জনের মৃত্যু

রাজধানীর মিরপুরের গ্যাসলাইন লিকেজ দুর্ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ৭ জনের মধ‌্যে ৩ জনের মৃত‌্যু হয়েছে।

শুক্রবার (২৭ আগস্ট) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তৈয়ব আলী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন— রিনা আক্তার (৫০), সুমন (৪০) ও শফিকুল ইসলাম (৩৫)।

আবাসিক সার্জন জানান, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মোট ৩ জন মারা গেছেন। ঘটনার পর থেকে শেখ হাসিনা বার্ন ইউনিটিতে আইসিইউতে ভর্তি ছিলেন তারা। বৃহস্পতিবার রাতে প্রথমে রিনা আক্তার মারা যান। এরপর  রাত আড়াইটার দিকে  চিকিৎসাধীন অবস্থায় সুমন ও শফিকুল ইসলাম মারা যান। সফিকুল ইসলামের শরীরে ৮৫ শতাংশ পোড়া ছিল ও সুমনের শরীরে ৪৫ শতাংশ পোড়া ছিল।

এদিকে, এই দুর্ঘটনায় আহত রওশন আরার অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন মিরপুরে | গ্যাস | লিকেজ | দুর্ঘটনায় | চিকিৎসাধীন | ৩ | জনের | মৃত্যু