আর্কাইভ থেকে বাংলাদেশ

মামুনুলকে কাশিমপুর থেকে খুলনা কারাগারে স্থানান্তর

মামুনুলকে কাশিমপুর থেকে খুলনা কারাগারে স্থানান্তর

হেফাজত ইসলামের নেতা মামুনুল হককে খুলনা কারাগারে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার সকাল পৌনে নয়টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে খুলনা জেলা কারাগারে পাঠানো হয়।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার পারভেজ বলেন, সোনাডাঙ্গা থানায় হওয়া একটি মামলায় খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দেওয়ার জন্য মামুনুল হককে খুলনা জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে। সকালে পুলিশি হেফাজতে তাঁকে খুলনা জেলা কারাগারে নেওয়া হয়। 

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মামুনুল হকের হাজতি নম্বর ৭৬৬/২১।
এর আগে গত ১১ মে রাতে মামুনুল হককে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছিল। নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামুনুল হকের নামে মামলা আছে।

পুলিশ সূত্র জানায়, ১৮ এপ্রিল দুপুর ১২টার দিকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে থেকে হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ। পরে একাধিকবার তাঁকে রিমান্ডে নেওয়া হয়।

মুক্তা মাহমুদ

এ সম্পর্কিত আরও পড়ুন মামুনুলকে | কাশিমপুর | খুলনা | কারাগারে | স্থানান্তর