আর্কাইভ থেকে অপরাধ

রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ড : ক্ষতিপূরণের দাবি

রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ড : ক্ষতিপূরণের দাবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণের দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। সেই সঙ্গে এ ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জাননো হয়।

আজ রোববার (৫ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সংগঠনের যুগ-সমন্বয়ক আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন শ্রমিক নেতা শহিদুল্লাহ চৌধুরী।

সংবাদ সম্মেলনে বলা হয়, এ কারখারনায় অগ্নিকাণ্ডের দায় মালিকপক্ষ, অগ্নি নির্বাপণ কর্তৃপক্ষ, স্থানীয় সরকার প্রশাসন, শ্রম দপ্তর, কলকারখানা পরিদর্শন অধিদপ্তর কোনোভাবেই এড়াতে পারে না। পর্যবেক্ষণে সেজান জুস কারখানায় বিভিন্ন গুরুতর অসঙ্গতি দৃশ্যমান হয়েছে।

দায়িত্বে অবহেলা, শ্রম আইন তোয়াক্কা না করা, অগ্নিকাণ্ড ও দুর্ঘটনা প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা না নেওয়ার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শান্তি নিশ্চিত করার দাবি জানায় স্কপ।

এ দাবি আদায়ে স্কপ ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ১১ সেপ্টেম্বর সারা দেশে বিক্ষোভ, ১৯ সেপ্টেম্বর দায়ীদের শাস্তির দাবিতে ঢাকায় শ্রমমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান, ২৪ সেপ্টেম্বর রূপগঞ্জের পাঁচ দফা দাবিতে শ্রমিক সমাবেশ।

 

এ সম্পর্কিত আরও পড়ুন রূপগঞ্জে | সেজান | জুস | কারখানায় | অগ্নিকাণ্ড | | ক্ষতিপূরণের | দাবি