আর্কাইভ থেকে বাংলাদেশ

পঞ্চম, এসএসসি ও এইসএসসির ক্লাস হবে প্রতিদিন

পঞ্চম, এসএসসি ও এইসএসসির ক্লাস হবে প্রতিদিন

আগামী ১২ সেপ্টেম্বর থেকে খুলে দেওয়া হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান। ৯ সেপ্টেম্বর মধ্যে থেকে খোলার প্রস্তুতি। এদিকে পঞ্চম, এসএসসি ও এইসএসসি ক্লাস প্রতিদিন হবে। অন্যান্য শ্রেণীর ক্লাস সপ্তাহে একদিন হবে।

রোববার (৫ সেপ্টেম্বর) শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১২ সেপ্টেম্বর থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত (স্কুল-কলেজ) শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। এদিন থেকে স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে পাঠদান করা যাবে।  

এদিকে, গতশুক্রবার সকালে দুই দিনের সফরে চাঁদপুরে যান শিক্ষামন্ত্রী। সেখানে দুপুর ১২টায় সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের মহামায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন শেষে  উপস্থিত সাংবাদিকদের একই তথ্য জানান মন্ত্রী। 

গতবছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সবশেষ ছুটি আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়। করোনা সংক্রমণের হার কমে আসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এর আগে ২৬ আগস্ট একটি যৌথ সভা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন পঞ্চম | এসএসসি | ও | এইসএসসির | ক্লাস | হবে | প্রতিদিন