আর্কাইভ থেকে ক্রিকেট

১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো টাইগাররা

১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো টাইগাররা

পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো টাইগাররা।

আজ বুধবার ( ৮ সেপ্টেম্বর)মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ ম্যাচে বাংলাদেশ ৬ উইকেট হাতে রেখেই সিরিজ জিতে নিলো।

প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ৯৪ রানের টার্গেট দেয় নিউজিল্যান্ড। জবাবে ১৯ ওভার এক বলে ৯৬ রান করে মাহমুদুল্লাহরা।

এর আগে নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমানের চমকে শত রান পার করতে পারেনি সফরকারীরা। ৪ ওভারে ১০ রান খরচায় নাসুম উইকেট নিয়েছেন ৪ টি। আর ৩.৩ ওভার বল করে ১২ রান দিয়ে কাটার মাস্টারও সমান সংখ্যক উইকেট নিয়েছেন। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও মেহেদী হাসান।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড : ১৯.৩ ওভারে ৯৩/১০ (উইল ইয়ং ৪৬, টম লাথাম ২১, ফিন অ্যালেন ১২; নাসুম আহমেদ ৪/১০, মোস্তাফিজুর রহমান ৪/১২, মেহেদি হাসান ১/২১, মোহাম্মদ সাইফউদ্দিন ১/১৬)।

বাংলাদেশ : ১৯.১ ওভারে ৯৬/৪ (নাইম শেখ ২৯, লিটন দাস ৬, সাকিব আল হাসান ৮, মুশফিকুর রহীম ০, মাহমুদউল্লাহ রিয়াদ ৪৩*, আফিফ হোসেন ধ্রুব ৬*; অ্যাজাজ প্যাটেল ২/৯)।

ফল : বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।

সিরিজ : পাঁচ ম্যাচ সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

বাংলাদেশ দল: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটকিপার), আফিফ হোসেন, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।

নিউজিল্যান্ড দল: রাচিন রবীন্দ্র, কলিন ডি গ্র্যান্ডহোম, উইল ইয়ং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম ল্যাথাম (অধিনায়ক, উইকেটরক্ষক), হেনরি নিকোলস, কোল ম্যাকনি, এজাজ প্যাটেল, ফিন অ্যালেন, হামিশ ব্যানেট ও ব্লার টিকনার।

অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতলেও তৃতীয় ম্যাচে হেরেছে মাহমুদউল্লাহ বাহিনী।

এ সম্পর্কিত আরও পড়ুন ১ | ম্যাচ | হাতে | রেখেই | সিরিজ | জিতলো | টাইগাররা