আর্কাইভ থেকে জাতীয়

কমছে পানি, বন্যা পরিস্থিতির উন্নতি

কমছে পানি, বন্যা পরিস্থিতির উন্নতি

নদ-নদীর পানি কমতে থাকায় দেশের বিভিন্নস্থানে, বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে ঘর-বাড়িতে পানি থাকায় এখনো ফিরতে পারেনি অনেক মানুষ। বন্যায় হাজার হাজার হেক্টর জমির ফসল ডুবে থাকায় হতাশায় দিন কাটছে কৃষকের। 

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. আতিকুল হক জানিয়েছেন, দেশের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। স্বল্পমেয়াদী এ বন্যা মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য পেতে সময় লাগবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী চলমান বন্যায় কয়েক লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙনে বিলীন হয়েছে বহু বসতভিটা, ফসলি জমি ও রাস্তাঘাট। গতকাল মঙ্গলবার পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভুইয়া জানান, ব্রহ্মপুত্রের পানি বিপত্সীমার নিচে নেমে এসেছে। কমছে যমুনার পানিও।

নদীর তীরবর্তী এলাকায় তীব্র ভাঙনে ঘর-বাড়ি, ফসলী জমি হারিয়ে নিঃস্ব হয়েছে অনেক পরিবার। রোপা আমন, সবজিসহ প্রায় ৯ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে, সিরাজগঞ্জে। পদ্মা তীরবর্তী মানিকগঞ্জের কাঞ্চনপুর, আজিমনগরে ভাঙনে ভিটে-মাটি হারাচ্ছে মানুষ। কুড়িগ্রামের রাজারহাটে গেল এক সপ্তাহে ভাঙনে শতাধিক পরিবার নিঃস্ব হয়েছে। 

এ সম্পর্কিত আরও পড়ুন কমছে | পানি | বন্যা | পরিস্থিতির | উন্নতি