আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

রাজনীতিতে সরব হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

রাজনীতিতে সরব হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

আবারো রাজনীতিতে সরব হচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন তাঁর পরিকল্পনার সঙ্গে জড়িত একজন। ২৮ ফেব্রুয়ারি রোববার ফ্লোরিডার অরল্যান্ডে রক্ষণশীলদের আয়োজিত এক সমাবেশে ভাষণ দেবেন ট্রাম্প। এটি দেশটির অন্যতম বৃহত্তম বাৎসরিক রাজনৈতিক সমাবেশ।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানায়, হোয়াইট হাউস ছাড়ার পর এই প্রথম কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স-সিপিএস এ বক্তব্য দিতে যাচ্ছেন ট্রাম্প। কনজারভেটিভদের শীর্ষ সম্মেলনে রিপাবলিকান পার্টির ভবিষ্যৎ ও রক্ষণশীল রাজনীতি সম্পর্কে বিভিন্ন বার্তা দিতে পারেন তিনি। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের অভিবাসন নীতি নিয়ে আক্রমণের পরিকল্পনাও করেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।

কংগ্রেসে ২০২২ সালে নিজেদের নিয়ন্ত্রণ ফিরে পেতে ট্রাম্পকে কাজে লাগাতে চাইছে রিপাবলিকানরা। আগামী ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরাও সমাবেশে অংশ নেবে। এদের মধ্যে ট্রাম্পের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও রয়েছেন।

হোয়াইট হাউস ছাড়ার পর ফ্লোরিডার মার-এ-লাগোতে বসবাস করছেন নজিরবিহীনভাবে দুইবার অভিশংসিত হওয়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চলতি সপ্তাহে কুইনিপিয়াক ইউনিভার্সিটির জরিপে দেখা গেছে, তিন-চতুর্থাংশ রিপাবলিকান চায় রিপাবলিকান পার্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুন ট্রাম্প। অবশ্য নিজ দল রিপাবলিকান পার্টিতে একেবারেই অপ্রতিদ্বন্দ্বী নন তিনি। সম্প্রতি পার্টির প্রভাবশালী নেতাদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন ট্রাম্প। রিপাবলিকান পার্টি থেকে বেরিয়ে নতুন দল গঠনের চিন্তা করছে কয়েকজন নেতা।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন রাজনীতিতে | সরব | হচ্ছেন | ডোনাল্ড | ট্রাম্প