কুড়িগ্রামের চিলমারীতে গলায় ওড়না পেঁচিয়ে জামিয়া খাতুন (১৩) নামের এক ৮ম শ্রেণির ছাত্রী আত্নহত্যা করেছে।
রোববার মধ্যরাতে উপজেলার রমনা বাঁধের পাড় গ্রামে নানার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত জামিয়া উলিপুর উপজেলার জুম্মাহাট রামধন গ্রামের জোবাইদুল ইসলামের মেয়ে। সে চিলমারী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী ছিল।
স্থানীয়রা জানান, জামিয়া খাতুনের বাবা ড্রাইভার হিসেবে মা-বাবা ঢাকায় থাকার সুবাদে গত দুই বছর যাবত সে তার নানা আমজাদ হোসেনের বাড়ি রামধন গ্রামে থাকত। এদিন সকালে নানার বাড়ির লোকজন ঘরের দরজা বন্ধ থাকায় জামিয়াকে অনেক ডাকাডাকি করেন। পরে ঘরের দরজার ফাঁক দিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পান। তাৎক্ষনিক পুলিশকে খবর দিলে দুপুরের দিকে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
চিলমারী থানার ওসি আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।