কুড়িগ্রামে জাতীয় স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আাজ বুধবার ( ৬ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
এসময় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জিলুফা সুলতানা, পৌর মেয়র কাজিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার রায়, জেলা তথ্য অফিসের উপপরিচালক নুরন্নবী খন্দকার, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সায়ান আলী, কুড়িগ্রাম আরডিআরএস’র কর্মসূচি ব্যবস্থাপক তপন কুমার সাহা প্রমুখ।
প্রস্তুতিমূলক সভায় ১৭ অক্টোবর জাতীয় স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়। অনুষ্ঠানে সরকারি পর্যায়ের কর্মকর্তা ও বেসরকারি এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।