আর্কাইভ থেকে দেশজুড়ে

একজনকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

একজনকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

নেত্রকোনার খালিয়াজুরীতে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। তারা আশ্রয়ণ প্রকল্পের নির্মাণাধীন ঘরে পানি দিতে গিয়ে বিদু্যতায়িত হন।

খাজিলিয়াজুরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আজ বুধবার (০৬ অক্টোবর) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের বয়রা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বয়রা গ্রামের মৃত কিতাব আলীর ছেলো আইবুল মিয়া, তার স্ত্রীর আবেদা আক্তার ও মেয়ে পিংকি আক্তার।

পুলিশ জানায়, আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ পেয়েছিলেন আইবুল মিয়াঅ ঘরের  নির্মাণকাজ প্রায় শেষের পথে। ঘরটিতে তিনি মোটরের সাহায্যে পানি দিয়ে আসছিসেলেন কয়েকদিন ধরে। আজ দুপুরে তিনি ঘরে পানি দিতে গিয়ে সেখানে থাকা ছেঁড়া তারে অসাবধানতাবশত জড়িয়ে যান। এ সময় তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী আবেদা আক্তারও বিদ্যুৎস্পৃষ্ট হন। তখন মা ও বাবাকে বাঁচাতে এগিয়ে যান মেয়ে পিংকী। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। মৃতদেহগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন একজনকে | বাঁচাতে | গিয়ে | বিদ্যুৎস্পৃষ্টে | ৩ | জনের | মৃত্যু