ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বড়শি দিয়ে আট কেজি ওজনের একটি কাতলা মাছ শিকার করে দুই লাখ টাকা পুরস্কার পেযেছেন সৌখিন শিকারি। শুক্রবার (৮ অক্টোবর) উপজেলার কালিকচ্ছা কলেজ পাড়া দিরেশ দিঘিতে এই মাছ শিকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে ইউনুছ আলী (৫৫) নামে এক শিকারীর বড়শীতে মাছটি ধরা পড়ে।
প্রতিযোগিতাটির আয়োজন করে কালীকচ্ছ বন্ধু কল্যাণ মৎস্য প্রকল্প নামের একটি সংগঠন। সকাল ৬টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় ৩১ জন শৌখিন মৎস্যশিকারি অংশ নেন। এতে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলা ছাড়াও হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও ময়মনসিংহের প্রতিযোগিরা অংশ নেন। ২২ হাজার টাকায় টিকেট কেটে প্রতিযোগিতায় অংশ নেন তারা। বিজয়ীদের জন্য ছিল চার লাখ ৮৩ হাজার টাকার সাতটি পুরস্কার।
সরাইল উপজেলা শৌখিন মৎস্য শিকার সমিতির সভাপতি রতন বক্স জানিয়েছেন, প্রত্যেক বছর উপজেলার চারটি দিঘীতে ক্রমান্বয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই ধারাবাহিকতায় শুক্রবার এ প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতায় বিজয়ী ইউনুছ আলী জানান, সকাল ৬টায় মাছ ধরার প্রক্রিয়া শুরু করেন তিনি। সকাল ১০টায় আট কেজি ওজনের কাতলা মাছটি তাঁর বড়শির টোপ গেলে। এর কিছুক্ষন পর মাছটি ডাঙ্গায় তোলা হয়।