হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা কেন্দ্র করে জঙ্গিরা অনলাইনে সক্রিয় রয়েছে। তারা রাতে মন্ডপে হামলার পরিকল্পনা করছে।
রোববার (১০ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে কেন্দ্রীয় পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে একথা জানান ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম।
তিনি বলেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আমরা তেমন ঝুঁকি দেখছি না, তবে আশঙ্কার কথাও উড়িয়ে দিচ্ছি না।
জঙ্গিরা অনলাইনে সক্রিয় থেকে নানা ধরনের পোস্ট দিচ্ছে। তারা সেলফ রেডিকালাইজড হয়ে হামলায় উদ্বুদ্ধ হয়েছে। এবং অন্যকে উদ্বুদ্ধ করছে।
জঙ্গিরা অনলাইন বিভিন্ন পোস্টে রাতে মন্ডপে হামলার করার কথা বলছে এমনটা উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, যে সময় বা যখন পুলিশ ও লোকজন কম থাকে তখন তারা হামলার কথা বলছে।
তবে তাদের পোস্ট দেখে কেউ উদ্বুদ্ধ হয়েছে, এমন কাউকে পাওয়া যায়নি। এসময় প্রতিটিক্ষণই আমরা পুলিশ অ্যালার্ট আছি।
মুক্তা মাহমুদ