আর্কাইভ থেকে ইসলাম

যে ব্যক্তির জন্য জান্নাতে ঘরের জিম্মদার নবীজী

যে ব্যক্তির জন্য জান্নাতে ঘরের জিম্মদার নবীজী

আদি পিতা হজরত আদম (আ) জান্নাতে ছিলেন। সেখান থেকে দুনিয়ায় আসেন। প্রত্যেক মুমিনের ইচ্ছা ও লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে সেই জান্নাত লাভ করা।

হজরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জান্নাত লাভের জন্য বিভিন্ন আমলের কথা বলে গেছেন। যার মধ্য দিয়ে মুমিন আল্লাহর সন্তুষ্টি লাভ করবে। তাকে জান্নতে স্থান দেয়া হবে। এমনই একটি আমলের কথা এই হাদিস থেকে জানা যায়।

আবূ উমামাহ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলূল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ

যে ব্যক্তি ন্যায়সঙ্গত হওয়া সত্ত্বেও বিতর্ক পরিহার করবে আমি তার জন্য জান্নাতের বেষ্টনীর মধ্যে একটি ঘরের জিম্মাদার।

আর যে ব্যক্তি তামাশার ছলেও মিথ্যা বলে না আমি তার জন্য জান্নাতের মাঝখানে একটি ঘরের জিম্মাদার।

আর যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করেছে আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে অবস্থিত একটি ঘরের জিম্মাদার।

সুনানে আবু দাউদ, হাদিস নং ৪৮০০

এ সম্পর্কিত আরও পড়ুন ব্যক্তির | জন্য | জান্নাতে | ঘরের | জিম্মদার | নবীজী