আর্কাইভ থেকে ক্রিকেট

টি-২০ ক্রিকেটে সর্বনিম্ন রানের বিশ্বরেকর্ড

টি-২০ ক্রিকেটে সর্বনিম্ন রানের বিশ্বরেকর্ড
বিশ্ব ফুটবলে মঞ্চে স্পেন দলটির সঙ্গে সবাই পরিচিত। কিন্তু তাঁরা যে ক্রিকেটও খেলে তা হয়তো অজানা থাকতে পারে অনেকের কাছেই। এবার সেই ক্রিকেট ম্যাচে অনন্য এক রেকর্ড গড়ল দেশটি। আইল অব ম্যানকে (যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্কিত একটি স্বায়ত্বশাসিত অঞ্চল)  মাত্র ১০ রানে অল আউট করে স্পেন। যা শুধুমাত্র আন্তর্জাতিক টি-টোয়েন্টিই নয়, ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটটির ইতিহাসেও এটি প্রথমবার। রোববার সিরিজের ষষ্ঠ ও শেষ টি-টোয়েন্টিতে স্পেনের মাঠে ঘটে এই ঘটনা। ১০ রান তুলতে আইল অব ম্যান খেলেছিল ৮.৪ ওভার। ম্যাচটি পরে স্পেন জিতেছিল মাত্র ২ বলে খেলেই। প্রথম দুই বলেই দুই ছয় হাঁকান ওপেনার আওয়াইস। ১১৮ বল হাতে রেখেই ১০ উইকেটে ম্যাচটি জিতে নিয়েছে স্পেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে এত দিন সবচেয়ে কম রানের দলীয় ইনিংসটি ছিল বিগ ব্যাশের ক্লাব সিডনি থান্ডারের। গত বছর তারা ১৫ রানে অলআউট হয়েছিল অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে। আর আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সর্বনিম্ন রানের রেকর্ডটি ছিল তুরস্কের। ২০১৯ সালে রোমানিয়া কাপে চেক প্রজাতন্ত্রের কাছে ২১ রানে অলআউট হয়েছিল দলটি।    

এ সম্পর্কিত আরও পড়ুন টি২০ | ক্রিকেটে | সর্বনিম্ন | রানের | বিশ্বরেকর্ড