আর্কাইভ থেকে বাংলাদেশ

শিশুরা আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা নিয়ে গড়ে উঠুক : প্রধানমন্ত্রী

শিশুরা আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা নিয়ে গড়ে উঠুক : প্রধানমন্ত্রী

আগামীতে শিশুদের ভবিষ্যত যাতে রাসেলের মতো না হয়; সবাই যেনো নিরাপদ আর অধিকার নিয়ে বিকশিত হবার সুযোগ পায়, ঠিক তেমন-ই এক দেশ গড়ে তোলা হবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আজ সোমবার ( ১৮ অক্টোবর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত শেখ রাসেলের ৫৮তম জন্মদিবসের আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

৭৫-এর হত্যাকাণ্ডের চিত্র তুলে ধরে তিনি বলেন, সেদিন রাসেল মায়ের কাছে যাবো বলে কান্না করছিল। তাকেও হত্যা করা হলো। আমার একটাই প্রশ্ন এ শিশুটির কী অপরাধ ছিল?

শেখ হাসিনা বলেন, ৭১ ও ৭৫ শিশুদেরও হত্যা করেছে ঘাতকেরা। সেই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে ২০০১ সালের নির্বাচনে। আবার ২০১৩ সালে বাসে আগুন দিয়ে শিশুসহ মানুষ পুড়িয়ে হত্যার পুনরাবৃত্তি হয়েছে। আমরা এটা চাই না, শিশুরা অকালে ঝরে যাক। শিশুরা গড়ে উঠুক সুন্দর পরিবেশে। বাংলাদেশকে আমরা সেভাবে গড়ে তুলতে চাই।

তিনি বলেন, শিশুরা আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা নিয়ে গড়ে উঠুক। তাদের প্রতিভা বিকশিত হোক। মুক্তিযুদ্ধের চেতনা লালন করুক। আধুনিক বিজ্ঞান প্রযুক্তি শিক্ষায় নিজেদের উন্নত করে গড়ে তুলুক, সেটাই আমরা চাই।

এসময়, করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলেও, সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেন, সরকার প্রধান। শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস-প্রতিপাদ্যে প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে পালিত হচ্ছে, এবারের রাসেল দিবস। 

এ সম্পর্কিত আরও পড়ুন শিশুরা | আত্মবিশ্বাস | ও | আত্মমর্যাদা | নিয়ে | গড়ে | উঠুক | | প্রধানমন্ত্রী