আর্কাইভ থেকে বিনোদন

প্রথম দিনে কী রকম ব্যবসা করলো ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’?

প্রথম দিনে কী রকম ব্যবসা করলো ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’?
রণবীর কাপুরকে রোম্যান্টিক ছবিতেই যে দর্শক দেখতে বেশি পছন্দ করেন, তা আরও এক বার প্রমাণিত হল। বুধবার (৮ মার্চ) মুক্তি পেয়েছে রণবীর ও শ্রদ্ধা কাপুরের অভিনীত রোম্যান্টিক কমেডি ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’। ছবির প্রথম দিনের বক্স অফিসের হিসাব কী বলছে? উত্তর দেয়ার আগে একটু পিছনে ফিরে যাওয়া যাক। গেলো বছর জুলাই মাসে মুক্তি পেয়েছিল রণবীর অভিনীত ‘শামশেরা’। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। ১৫০ কোটি টাকা খরচ করে তৈরি ছবির বক্স অফিসের ব্যবসার পরিমাণ দাঁড়িয়েছিল ৪৩ কোটি টাকা। এর মধ্যে প্রথম দিনেই ছবিটি ১০ কোটি ২৫ লক্ষ টাকার ব্যবসা করেছিল। ইন্ডাস্ট্রিতে ঋষি-পুত্রর কেরিয়ার শেষ বলে যখন ত্রাহি ত্রাহি রব উঠেছে, ঠিক সেই সময়েই স্ত্রী আলিয়া ভট্টের সঙ্গে জুটি বেঁধে রণবীর নিয়ে আসেন ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি। ছবি সুপারহিট। দেশের বক্স অফিসে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির ব্যবসার পরিমাণ ছিল প্রায় ২৫৮ কোটি টাকা। মুক্তির প্রথম দিনেই ‘ব্রহ্মাস্ত্র’ বক্স অফিসে ৩৬ কোটি টাকার ব্যবসা করে। বলাবলি শুরু হয়, বিয়ের পর ভাগ্য ফিরেছে রণবীরের। আলিয়া তার কেরিয়ারে সৌভাগ্যের প্রতীক কি না, তা নিয়ে না হয় পরে আলোচনা করা যাবে। কিন্তু রণবীর যে ঘুরে দাঁড়িয়েছেন, তার প্রমাণ ‘তু ঝুঠি ম্যায় মক্কার’। ছবি নিয়ে সমালোচক মহলে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও, শ্রদ্ধা কাপুরের সঙ্গে তার জুটি যে বক্স অফিসে সাড়া ফেলেছে, তা এক প্রকার পরিষ্কার। হোলির দিন ছুটিকে কাজে লাগিয়ে বুধবার মুক্তির প্রথম দিনেই দেশের বক্স অফিসে এই ছবির ব্যবসার পরিমাণ ১৫ কোটি ৭৩ লক্ষ টাকা। ফলে হালে ‘পাঠান’-এর সাফল্যের পর নতুন করে রণবীরে আস্থা রাখছেন মায়ানগরীর প্রযোজকরা। অক্ষয় কুমার, রণবীর সিংহ এবং কার্তিক আরিয়ানের সাম্প্রতিক ছবি ফ্লপ করেছে। সেখানে লভ রঞ্জন পরিচালিত এই ছবির প্রথম দিনের ব্যবসা দেখে সিনেমা বিশেষজ্ঞরা সপ্তাহান্তে ভাল ব্যবসার আভাস দিয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন প্রথম | দিনে | কী | রকম | ব্যবসা | করলো | তু | ঝুঠি | ম্যায় | মাক্কার