আর্কাইভ থেকে দেশজুড়ে

ইসলাম ধার করে ঘি খেতে শেখায় না : শিক্ষামন্ত্রী

ইসলাম ধার করে ঘি খেতে শেখায় না : শিক্ষামন্ত্রী
আজ বাংলাদেশে সব ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। আজ প্রতিটি মানুষের গায়ে কাপড় আছে। দেশে সংকট চলছে, সংকট কেটে গেলে দাবি-দাওয়া পূরণ করা হবে। এ সময় মাদরাসা শিক্ষকদের সকল দাবির প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বললেন, ইসলাম ধার করে ঘি খেতে শেখায় না বলেও স্মরণ করিয়ে দেন। সোমবার (১৩ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাদরাসা শিক্ষার গুরুত্ব’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর মাদরাসা শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করেন। আলোচনা সভার আয়োজন করে স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদ। শিক্ষামন্ত্রী বলেন, আজ বাংলাদেশে সব ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। আজ প্রতিটি মানুষের গায়ে কাপড় আছে। এখন চরাঞ্চলে উঁচু রাস্তা, যানবাহন চলে, বিদ্যুৎ আছে। যেটা আগে কল্পনাও করা যেত না। বঙ্গবন্ধু ইসলামের সেবা করে গেছেন। বঙ্গবন্ধু কন্যা সেই পথেই আছেন। উৎসব ভাতার বিষয়ে মন্ত্রী বলেন, ইসলাম কিন্তু ধার করে ঘি খেতে শেখায় না। সরকারের যখন আর্থিক চাপটা থাকবে না তখন কথা বলতে পারব। দেশের সক্ষমতা বাড়লে এই জিনিসগুলো সহজ হবে। ডা. দীপু মনি মাদরাসার বিভিন্ন উন্নয়ন ও শিক্ষকদের নানা সুবিধার বর্ণনা দিয়ে বলেন, আমরা ইবতেদায়ির উপবৃত্তির বিষয়টি বিবেচনাধীন আছে। আমাদের এমপিও নীতিমালার মধ্যে মাদরাসা ও সাধারণ শিক্ষায় কয়েকটি অসামঞ্জস্য আছে। আমরা আশা করি শিগগিরই এটা ঠিক হয়ে যাবে। মাদরাসা শিক্ষাব্যবস্থা জাতীয়করণের বিষয়ে ডা. দীপু মনি বলেন, সরকারের জন্য এটা বিশাল ব্যয়বহুল প্রজেক্ট হবে। প্রতিদিন প্রতিষ্ঠান গজাচ্ছে। প্রতিষ্ঠানের মান দেখতে হবে, কীভাবে শিক্ষক নিয়োগ হলো তা দেখতে হবে। বাংলাদেশের বহু প্রতিষ্ঠান জাতীয়করণ হয়েছে। জাতীয়করণের পরে তার মান বাড়ল কি না কমল তা দেখতে হবে। আমাদের সরকারি প্রাথমিক বিশ্ববিদ্যালয়গুলোতে কেন শিক্ষার্থীর সংখ্যা কম? ঢালাওভাবে জাতীয়করণ করলে হবে না।  

এ সম্পর্কিত আরও পড়ুন ইসলাম | ধার | করে | ঘি | খেতে | শেখায় | | শিক্ষামন্ত্রী