আর্কাইভ থেকে ছাত্র-শিক্ষক

পূজামণ্ডপ ও ঘরবাড়িতে হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

পূজামণ্ডপ ও ঘরবাড়িতে হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

সনাতন ধর্মাবলম্বীদের পূজামণ্ডপ ও ঘরবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর এবং অগ্নিসংযোগের প্রতিবাদ ও বিচার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে। 

‘বঙ্গবন্ধুর বাংলায় সাম্প্রদায়িকতার ঠাঁই নাই’ স্লোগান নিয়ে সোমবার বেলা ১১ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে রাবির শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনের প্যারিস রোডে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে পূজামণ্ডপে যে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে তার দ্রুত বিচার করতে হবে। সারাদেশে সাম্প্রদায়িকতার যে চাষ হচ্ছে তা নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কিছু স্বার্থান্বেষী মহল তাদের অপরাজনীতির উদ্দেশ্য চরিতার্থে হীন মানসে উগ্র সাম্প্রদায়িক কার্যক্রমের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে ষড়যন্ত্রের চেষ্টা করছে। এদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। নইলে এসব স্বার্থস্বেষী মহল হিংসার বীজ বুনতে থাকবে।

মানববন্ধনে রাবি উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তারসহ উপ-উপাচার্য, প্রক্টর, নাট্যাকার মলক কুমার ভৌমিকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

এ সম্পর্কিত আরও পড়ুন পূজামণ্ডপ | ও | ঘরবাড়িতে | হামলার | প্রতিবাদে | রাবিতে | মানববন্ধন