আর্কাইভ থেকে আন্তর্জাতিক

৫৪ বিলিয়ন ডলার ধার নিচ্ছে ‘সুইস ব্যাংক’

৫৪ বিলিয়ন ডলার ধার নিচ্ছে ‘সুইস ব্যাংক’
সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক থেকে বড় অংকের ঋণ নিচ্ছে দেশটির বৈশ্বিক বিনিয়োগ ব্যাংক ক্রেডিট সুইস। সুইস ন্যাশনাল ব্যাংক ৪৫ বিলিয়ন পাউন্ড বা ৫৪ বিলিয়ন ডলার ধার নিতে যাচ্ছে তারা। দ্য টেলিগ্রাফের বরাত দিয়ে ইয়াহু নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) বিশ্বব্যাংকের অংশীদার গ্লোবাল ইনভেস্টমেন্ট ব্যাংক ক্রেডিট সুইস এ ঘোষণা দিয়েছে। ব্যাংক নিয়ন্ত্রকরা জানিয়েছেন, সংকটাপন্ন ব্যাংকিং জায়ান্টদের সহায়তা করতে প্রস্তুত তারা। সেই লক্ষ্যেই এ পদক্ষেপ নেয়া হচ্ছে। সম্প্রতি হঠাৎ যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম সিলিকন ভ্যালি ব্যাংক এবং সিগনেচার ব্যাংকের পতন ঘটেছে। সেই রেশ না কাটতেই ক্রেডিট সুইসে ধস নামার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এতে বিশ্বজুড়ে বিনিয়োগকারীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। আর্থিক খাতে বিনিয়োগে শঙ্কিত তারা। তাদের আস্থা ফেরাতে নানা উদ্যোগ নিচ্ছে নাজুক ব্যাংকগুলো। এরই অংশ হিসেবে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিচ্ছে ক্রেডিট সুইস। প্রসঙ্গত, সম্প্রতি নিজেদের আর্থিক প্রতিবেদন প্রকাশ করে বৈশ্বিক ব্যাংকটি। তাতে ব্যাপক লোকসান দেখা যায়। পরে অন্যান্য ব্যাংকের শেয়ার দর ২৪ শতাংশ কমে যায়। ফলে শেয়ারবাজারে উদ্বেগ ছড়িয়ে পড়ে।  

এ সম্পর্কিত আরও পড়ুন ৫৪ | বিলিয়ন | ডলার | ধার | নিচ্ছে | সুইস | ব্যাংক