আর্কাইভ থেকে খেলাধুলা

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে রেকর্ড গড়া অবিস্মরণীয় জয়ের পর দ্বিতীয় ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করতে চাই টাইগার বাহিনী। আগের ম্যাচে একাদশে এসেছে এক পরিবর্তন। মুস্তাফিজুর রহমানের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন পেসার হাসান মাহমুদ। সোমবার (২০ মার্চ) দুপুর ২টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে। এর আগে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ১৮৩ রানের বড় জয় পেয়েছিল বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচেও টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছিল আয়ারল্যান্ড। তাদের সে সিদ্ধান্তকে ভুল প্রমাণিত করে ওই ম্যাচে বাংলাদেশ নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোর ৩৩৮ রান দাঁড় করায়। এরপর বোলিংয়ে এসে আইরিশদের ধসে দেয় মাত্র ১৫৫ রানে। বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, ইয়াসির আলি, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও হাসান মাহমুদ। আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, স্টিফেন দোহেনি, অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, জর্জ ডকরেল, কার্টিস ক্যাম্ফার, লর্কান টাকার, ম্যাথু হামফ্রেয়েস, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক অ্যাডায়ার ও গ্রাহাম হুম।

এ সম্পর্কিত আরও পড়ুন টস | হেরে | ব্যাটিংয়ে | বাংলাদেশ