আর্কাইভ থেকে আবহাওয়া

কালবৈশাখীর তাণ্ডবে ২০ বসতঘর তছনছ 

কালবৈশাখীর তাণ্ডবে ২০ বসতঘর তছনছ 
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় কালবৈশাখীর তাণ্ডবে ২০টি বসতঘর তছনছ হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এ সময় বৈদ্যুতিক সংযোগসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (২৭ মার্চ) রাতে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাজেদুল কবির জোয়াদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেলে এ তাণ্ডব চালায়। স্থানীয়রা জানান, সোমবার বিকেলে ঝড়ে গাছপালা ভেঙে পড়ে উপজেলার রান্ধুনীমুড়া, আড়াখাল ও রায়চোঁ গ্রামের প্রায় ২০টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। এ সময় বৈদ্যুতিক সংযোগসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম জানান, উপজেলার বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ে গাছপালা ও ২০ থেকে ২৫টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে উপজেলা প্রকল্প কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।  

এ সম্পর্কিত আরও পড়ুন কালবৈশাখীর | তাণ্ডবে | ২০ | বসতঘর | তছনছ