ভাড়া পুনঃ নির্ধারন করে দেয়ার পরও যাত্রীদের কাছ থেকে নিজেদের ইচ্ছে মতো বেশি ভাড়া আদায় করছে পরিবহন শ্রমিকরা। বুধবার (১০ নভেম্বর) রাজধানীতে বিভিন্ন পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে পরিবহন শ্রমিকদের সঙ্গে যাত্রীদের বাকবিতন্ডা হচ্ছে।
সর্বনিম্ন ভাড়া ৮ এবং ১০ টাকা নির্ধারণ করার পরও আদায় করা হচ্ছে ১৫ টাকা। এছাড়া কিলোমিটার প্রতি ২ টাকা ১৫ পয়সা নির্ধারিত করার পরও কয়েক গুন বেশি ভাড়া আদায় করা হচ্ছে।
শ্রমিকদের অজুহাত, মালিকদের ওয়ে বিলের কারনে বাধ্য হয়ে বেশি ভাড়া নিচ্ছেন তারা। সমস্যা সমাধানে রাজধানীতে বাসের ভাড়া তদারকি করছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত।
পাশাপাশি দায়িত্ব পালন করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশেরও মোবাইল কোর্ট।