আর্কাইভ থেকে জাতীয়

পূর্বাচলে ১৪৪০ জনকে প্লট দেবে রাজউক

পূর্বাচলে ১৪৪০ জনকে প্লট দেবে রাজউক
পূর্বাচল নতুন শহর প্রকল্পের মূল অধিবাসী ও সাধারণ ক্ষতিগ্রস্ত ক্যাটাগরিতে বরাদ্দপ্রাপ্ত এক হাজার ৪৪০ জন বরাদ্দ গ্রহীতার অনুকূলে ডিজিটাল লটারি মাধ্যমে প্লটের আইডি প্রদান করবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আগামী ১৭ এপ্রিল বেলা ১১টায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিজিটাল এ লটারি হবে। লটারির সময় প্লটের গ্রহীতাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক (বোর্ড, জনসংযোগ ও প্রটোকল) শামীমা মোমেনের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিনি বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পের মূল অধিবাসী ও সাধারণ ক্ষতিগ্রস্ত ক্যাটাগরিতে ২০২১ সালে বরাদ্দপ্রাপ্ত ১৪৪০ জন বরাদ্দ গ্রহীতার অনুকূলে ডিজিটাল লটারির মাধ্যমে প্লটের আইডি প্রদান করা হবে। সে লক্ষ্যে আগামী সোমবার (১৭ এপ্রিল) রাজধানীর আব্দুল গণি রোডের ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন পূর্বাচলে | ১৪৪০ | জনকে | প্লট | দেবে | রাজউক