আর্কাইভ থেকে দেশজুড়ে

মোংলায় কার্গোডুবি, তিন নাবিক নিখোঁজ

মোংলায় কার্গোডুবি, তিন নাবিক নিখোঁজ

বাগেরহাটের মোংলা বন্দরের হারবাড়িয়ায় বাল্কহেড ডুবির ঘটনায় নিখোঁজ তিন নাবিকের সন্ধ্যান মিলেনি। তাদের উদ্ধারে কাজ করছে, কোস্টগার্ডের ডুবুরিরা। 

সোমবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বন্দরের হারবাড়িয়ার ৯ নম্বর বয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মোংলা বন্দর সূত্রে জানা যায়, বন্দরে অবস্থানরত বিদেশি জাহাজ ‘এলিনা বি’ থেকে প্রায় ৬০০ টন কয়লা নিয়ে ঢাকায় যাচ্ছিল কার্গো জাহাজ ফারদিন-১। অন্যদিকে পণ্য খালাস শেষে পানামা পতাকাবাহী হ্যান্ডিপার্ক জাহাজ (মাদার ভেসেল) বন্দর ত্যাগ করার সময় বিপরীত থেকে আসা কয়লা বোঝাই কার্গো জাহাজটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

এসময় অন্য একটি জাহাজে তিন স্টাফকে উদ্ধার করা সম্ভব হলেও তিন নাবিক নিখোঁজ হন। বাল্কহেডটিতে ৬শ’ মেট্রিকটন কয়লা ছিল জানায় বন্দর কর্তৃপক্ষ।

এ সম্পর্কিত আরও পড়ুন মোংলায় | কার্গোডুবি | তিন | নাবিক | নিখোঁজ