আর্কাইভ থেকে জাতীয়

সরকারি প্রকল্পের উপকারভোগীদের খোঁজ নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সরকারি প্রকল্পের উপকারভোগীদের খোঁজ নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে জনসংযোগ করার পাশাপাশি সরকারি প্রকল্পের উপকারভোগীদের খোঁজখবর নিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৯ এপ্রিল) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির এক যৌথসভায় ভিডিওকলে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। সভায় উপস্থিত নেতারা জানান, ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী অসহায়, দুঃস্থ এবং গরিব মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে আগামী নির্বাচন উপলক্ষে দলকে আরও গতিশীল করার লক্ষ্যে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার জন্যও নেতাকর্মীদের নির্দেশ দেন। এ সময় প্রধানমন্ত্রী বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস সম্পর্কে দেশবাসীকে সচেতন করাসহ সারাদেশের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। এর আগে, সভা চলাকালে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের মোবাইল ফোনে কল দিয়ে ওবায়দুল কাদেরসহ উপস্থিতি নেতাদের ঈদ শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। এ বিষয়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের বলেন, ঈদকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া সরকারি প্রকল্পের সুবিধাভোগীদে কোনো ধরনের সমস্যা হচ্ছে কি না, সে বিষয়েও সরেজমিনে খোঁজখবর নিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান। ওবায়দুল কাদের ছাড়াও যৌথসভায় মতিয়া চৌধুরী, কাজী জাফর উল্ল্যাহ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন, জাহাঙ্গীর কবির নানক, সিমিন হোসেন রিমিন, বাহাউদ্দীন নাছিম, আবদুস সবুরসহ কেন্দ্রীয় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

এ সম্পর্কিত আরও পড়ুন সরকারি | প্রকল্পের | উপকারভোগীদের | খোঁজ | নেয়ার | নির্দেশ | প্রধানমন্ত্রীর