আর্কাইভ থেকে বাংলাদেশ

পাকিস্তানকে ১২৮ রানের টার্গেট দিলো বাংলাদেশ

পাকিস্তানকে ১২৮ রানের টার্গেট দিলো বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ মাত্র ১২৭ রান। এ রান সংগ্রহ করতে ২০ ওভার খেলতে হয়েছে টাইগারদের।

এর আগে টসে জিতে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাট করার সিদ্ধান্ত নেন।

আজ শুক্রবার ( ১৯ নভেম্বর) দুপুরে ২ টায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় টাইগারদের মুখোমুখি হয় পাকিস্তান।

টস জিতে ব্যাট হাতে নেমেই চরম বিপদে পড়েছে মাহমুদউল্লাহ বাহিনী। ১৫ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ দল।

হাসান আলির প্রথম ও ম্যাচের দ্বিতীয় ওভারেই আউট হয়ে গেলেন ওপেনার নাঈম শেখ।

নাঈমের বিদায়ের পর যেন তার অনুসরণ করলেন সাইফ হাসান। ৩য় ওভারের শেষ বলে ফখর জামানের হাতে ক্যাচ তুলে দেন সাইফ।

দীর্ঘদিন পর একাদশে সুযোগ পেয়ে পারলেন না নাজমুল হাসান শান্তও। বিদায় নেন আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান ও আমিনুল ইসলাম ।

পাকিস্তানের পক্ষে ৩ উইকেট নিয়েছেন হাসান আলী, ২ উইকেট নিয়েছেন ওয়াসিম ও একটি করে উইকেট নিয়েছেন নেওয়াজ এবং শাদাব।

বাংলাদেশের একাদশ

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

পাকিস্তান একাদশ

বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, শাদাব খান (সহ-অধিনায়ক), শোয়েব মালিক, হায়দার আলী, হাসান আলী, মোহাম্মদ নাওয়াজ, খুশদিল শাহ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, ও হ্যারিস রউফ

এ সম্পর্কিত আরও পড়ুন পাকিস্তানকে | ১২৮ | রানের | টার্গেট | দিলো | বাংলাদেশ