আর্কাইভ থেকে জাতীয়

সাপের কামড়ে বছরে ৬ হাজারের বেশি মানুষের মৃত্যু

সাপের কামড়ে বছরে ৬ হাজারের বেশি মানুষের মৃত্যু
বাংলাদেশে প্রতি বছর প্রায় ৫ লাখ ৮১ হাজার ৯১১ জন সাপের কামড়ের শিকার হন। তাদের মধ্যে অন্তত ৬ হাজার ৪১ জন মারা যান বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বর্ষা মৌসুমে সকাল ও সন্ধ্যায় সাপে বেশি কামড়ায়। চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ এলাকায় সাপের কামড়ের ঘটনা বেশি ঘটে। শনিবার (২৯ এপ্রিল) রাজধানীর হোটেল শেরাটনে এক আলোচনা সভায় এ সব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় কালাজ্বর কর্মসূচির সহকারী পরিচালক ও প্রোগ্রাম ম্যানেজার ডা. এম এম আক্তারুজ্জামান বলেন, সাপের কামড় বাংলাদেশে একটি জনস্বাস্থ্য সমস্যা। তবে, সাপে কাটলে আতঙ্কিত হওয়া যাবে না। কারণ, বাংলাদেশের বেশিরভাগ সাপই বিষহীন। দেশে মাত্র ৭ বা ৮ প্রকার বিষধর সাপ রয়েছে। তিনি বলেন, সাপের কামড়ে আক্রান্ত স্থানের ওপরে বা নিচে কোনকিছু দিয়ে শক্ত করে বাঁধা যাবে না। তাতে আক্রান্ত স্থানে পচন ধরে যেতে পারে। সাপে কামড় দিলে মোটা কাপড় বা ব্যান্ডেজ দ্বারা প্যাঁচানো উচিত যাতে মাঝারি চাপ অনুভূত হয়। আক্রান্ত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। সরকারি হাসপাতালে বিনামূল্যে সাপের কামড়ের ওষুধ পাওয়া যায়।      

এ সম্পর্কিত আরও পড়ুন সাপের | কামড়ে | বছরে | ৬ | হাজারের | বেশি | মানুষের | মৃত্যু