আর্কাইভ থেকে বাংলাদেশ

শিক্ষার্থীদের ভাড়া ছাড় দিতে বাস মালিকরা ইতিবাচক : বিআরটিএ

শিক্ষার্থীদের ভাড়া ছাড় দিতে বাস মালিকরা ইতিবাচক : বিআরটিএ

শিক্ষার্থীদের হাফ ভাড়া বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শিক্ষার্থীদের ভাড়া ছাড় দিতে বাস মালিকরা ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। মালিক পক্ষের প্রস্তাবনাসহ সব বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। জানালেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

আজ শনিবার (২৭ নভেম্বর) বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান তিনি।

বিআরটিএ চেয়ারম্যান বলেন, যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত নেয়া হবে। আইনী প্রক্রিয়া তৈরি করতে সময় দিতে হবে।

তিনি বলেন, বৈঠকে ঢাকা মহানগরে ছাত্র সংখ্যা কত, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কারা বেশি টাকা দিয়ে পড়ে, বৈধ শিক্ষার্থীর বাইরে কারা ছাত্র পরিচয় দেয় এসব বিষয়ে আলোচনা হয়েছে।

নূর মোহাম্মদ মজুমদার বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে।  সব বিষয় আলোচনা করে দ্রুত সমাধান করা হবে।

তিনি বলেন, বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিয়ে কোনও সিদ্ধান্ত না এলেও বৈঠকে পরিবহন নেতাদের পক্ষ থেকে টাস্কফোর্স গঠনসহ কয়েকটি প্রস্তাব দেয়া হয়েছে। প্রস্তাবগুলো বিবেচনায় নিয়ে পরে সিদ্ধান্ত নেয়ার কথা বলা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন শিক্ষার্থীদের | ভাড়া | ছাড় | বাস | মালিকরা | ইতিবাচক | | বিআরটিএ