আর্কাইভ থেকে বাংলাদেশ

ঢাকায় অবতরণ করা মালয়েশিয়ার বিমানে বোমা আতঙ্ক ‘ভিত্তিহীন’

ঢাকায় অবতরণ করা মালয়েশিয়ার বিমানে বোমা আতঙ্ক ‘ভিত্তিহীন’

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা মালয়েশিয়ার বিমানে রাতভর বোমা আতঙ্ক ‘ভিত্তিহীন’ বলে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান কর্তৃপক্ষ। বিমানটির যাত্রীদের ও তাদের লাগেজ তল্লাশি করে এ কথা জানায় তারা।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদুল আহসান জানান, ফোনে এই তথ্য পাওয়ার পর সেখানে গিয়ে তল্লাশি করে দেখা যায় বিষয়টি ভিত্তিহীন।

তিনি বলেন, সেনা কমান্ডো, বিমান বাহিনীর বোমা ডিস্পোজাল ইউনিড, র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং ফায়ার ফাইটার স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুযায়ী তল্লাশি অভিযান পরিচালনা করে।

আহসান জানান, মালয়েশিয়া কর্তৃপক্ষ ও গোয়েন্দা রিপোর্টের ওপর ভিত্তি করে বিমানে বোমা আতঙ্কের মতো কিছু নেই। কেবিন, যাত্রীদের দেহ এবং লাগেজ তল্লাশি করে বিমানটি নিরাপদ বলে পরিগণিত হয়েছে।

তথ্যমতে, বিমানটিতে একজন মালয়েশিয়ান এবং ১৩৪ জন বাংলাদেশিসহ ১৩৫ যাত্রী ছিল।এদিন সকাল ৯টা ৩৮ মিনিটে সেনা কমান্ডো ও নিরাপত্তা বাহিনী অবস্থানের মধ্য দিয়ে কঠোর নিরাপত্তার মধ্যে জরুরি অবতরণ করে এটি।

বিমান কর্তৃপক্ষ জানায়, এর আগে, যাত্রীদের বিমান থেকে নামিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে লাগেজ ও কেবিন স্ক্যানিং এবং তল্লাশি করা হয়।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন ঢাকায় | অবতরণ | করা | মালয়েশিয়ার | বিমানে | বোমা | আতঙ্ক | ভিত্তিহীন