আর্কাইভ থেকে ফুটবল

মেসির ব্যাপারে জিজ্ঞেস করতে নিষেধ করলেন হিলাল সভাপতি

মেসির ব্যাপারে জিজ্ঞেস করতে নিষেধ করলেন হিলাল সভাপতি
লিওনেল মেসির ক্লাব বদল নিয়ে গেল কিছুদিন থেকেই চলছে আলোচনা। গণমাধ্যমে ভাসছে নানান খবরা খবর। তাঁর মধ্যে সব থেকে বড় গুঞ্জন ছিল বার্তা সংস্থা এএফপি একটি খবর। তাদের দাবি ছিল, আগামী মৌসুমে বিশাল অঙ্কের চুক্তিতে সৌদি আরবের ক্লাব ফুটবলে খেলবেন মেসি। এমনকি এরই মধ্যে নাকি চুক্তিও সেরে ফেলেছেন। যদিও কোন ক্লাবের নাম বা সূত্র উল্লেখ করেনি সংবাদ সংস্থাটি। তবে এরপরই সেই তথ্যকে মিথ্যা বলে উড়িয়ে দেন মেসির বাবা জর্জ মেসি। এবার এ বিষয়ে কথা বললেন স্বয়ং আল হিলাল সভাপতি। শনিবার (১৩ মে) কিং কাপে চ্যাম্পিয়ন হয়েছে আল হিলাল। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্লাবটির সভাপতি ফাহাদ বিন সাদ মেসির ব্যাপারে বলেন, ‘মেসির ব্যাপারে আমাকে কিছু জিজ্ঞেস করবেন না। আমি কোনো খবর দিতে পারব না। অফিসিয়াল কিছু হলে বিজ্ঞপ্তি থেকে জানতে পারবেন।’    

এ সম্পর্কিত আরও পড়ুন মেসির | ব্যাপারে | জিজ্ঞেস | করতে | নিষেধ | হিলাল | সভাপতি