আর্কাইভ থেকে দেশজুড়ে

ভূয়া টার্মিনাল দেখিয়ে রোড পারমিট নেয় পরিবহন মালিকরা

ভূয়া টার্মিনাল দেখিয়ে রোড পারমিট নেয় পরিবহন মালিকরা
নতুন একটি পরিবহন কোম্পানি সড়কে যান চলাচলের অনুমতি পাওয়ার ক্ষেত্রে প্রথম সর্ত হচ্ছে সড়কের পাশে টার্মিনাল করতে হবে। ঢাকা আরিচা মহাসড়কে ধামরাই এরিয়ায় কোন ধরণের টার্মিনাল নেই বলে মন্তব্য করেছেন নিরাপদ সড়ক চাই ধামরাই উপজেলা শাখা'র সভাপতি নাহিদ মিয়া। জাতিসংঘ ঘোষিত সড়ক নিরাপত্তায় বিশেষ সপ্তাহ পালনের লক্ষ্যে ধামরাইয়ের স্থানীয় সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব বলেন। তিনি বলেন, ভূয়া টার্মিনাল দেখিয়ে রোড পারমিট নিয়ে থাকেন পরিবহন কোম্পানি গুলো। ধামরাইয়ের ওপর দিয়ে ঢাকা আরিচা মহাসড়ক প্রায় ২২ কিলোমিটার। প্রতিদিনই ছোট বড় সড়ক দুর্ঘটনা ঘটছে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে যানবাহন মালিক যান শ্রমিক সাধারন পথচারীদের প্রতিনিয়ত সচেতন করে যাচ্ছি।

এ সম্পর্কিত আরও পড়ুন ভূয়া | টার্মিনাল | দেখিয়ে | রোড | পারমিট | নেয় | পরিবহন | মালিকরা