আর্কাইভ থেকে বাংলাদেশ

নাটোরে ট্রেন-ট্রাকের সংঘর্ষ, উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

নাটোরে ট্রেন-ট্রাকের সংঘর্ষ, উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

নাটোরে ট্রেন-ট্রাকের সংঘর্ষ, উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

নাটোর শহরের তেবাড়িয়া রেলগেট এলাকায় ট্রেন-ট্রাকের সংঘর্ষে উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 

রোববার (০৬ ডিসেম্বর) রাত ৩টার দিকে তেবাড়িয়া রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, রোববার রাত ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি তেবাড়িয়া রেলক্রসিংয়ে অতিক্রম করার সময় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

এ সময় ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় ট্রাকের চালক পলাতক রয়েছেন।

নাটোরে রেলস্টেশনের মাস্টার অশোক চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, রেললাইন পারাপার হওয়ার সময়  দুর্ঘটনাটি ঘটে। ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।


মুক্তা মাহমুদ

এ সম্পর্কিত আরও পড়ুন নাটোরে | ট্রেনট্রাকের | সংঘর্ষ | উত্তরাঞ্চলের | সঙ্গে | রেল | যোগাযোগ | বন্ধ