আর্কাইভ থেকে ক্রিকেট

সাকিবের অনুপস্থিতে টেস্ট অধিনায়কে আকরাম খানের ভাবনা

সাকিবের অনুপস্থিতে টেস্ট অধিনায়কে আকরাম খানের ভাবনা
ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ডান হাতের আঙুলে চোট পান টাইগারদের টেস্ট ও টি টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। যে কারণে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামতে পারেননি বিশ্বসেরা এই অলরাউন্ডার। অন্তত পাঁচ-ছয় সপ্তাহ মাঠের বাইরে তাকে থাকতে হবে বলে জানা গেছে। এদিকে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান।  রশিদখনদের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে আগামী ১৪ জুন। এই ম্যাচে বাংলাদেশের নিয়মিত টেস্ট অধিনায়ক সাকিবের না থাকায় নেতৃত্বে কে আসবেন, তা নিয়েই এখন চলছে আলোচনা। সম্ভাব্য অধিনায়ক হিসেবে তালিকায় সবার আগে রয়েছেন ওপেনার লিটন দাস। কারণ,টেস্টে তিনি আগে থেকেই টাইগারদের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন। তবে শেষ পর্যন্ত যদি লিটন দায়িত্ব না নেয়, তাহলে দায়িত্ব পেতে পারেন স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বিসিবি পরিচালক আকরাম খানও মনে করেন, এই তরুণ ক্রিকেটারদের সবার মধ্যেই দলকে নেতৃত্ব দেওয়ার মতো  গুণাবলি আছে।  রোববার (২১মে)  গণমাধ্যমের মুখোমুখি হয়ে আকরাম বলেন, 'এটা তো পুরোপুরি বোর্ডের সিদ্ধান্ত। বোর্ড সিদ্ধান্ত নিবে কে ক্যাপ্টেন হবে না হবে। এখন এই নিয়ে কিছু বলার যাবে না। ওরা তো ফিউচার প্লেয়ার (শান্ত-লিটন)। যখনই এদেরকে পিক করা হয়েছিল কিছু প্লেয়ারের ক্যাপ্টেনসি গুণ থাকে। এইগুলো এদের মধ্যে আছে।' আরকরাম খান আরও বলেন, 'আপনার প্রায় ৫-৬ জন্য ক্যান্ডিডেড আছে। এটা ডিপেন্ড করছে বর্তমান ক্যাপ্টেন যে আছে, সিলেক্টর, কোচ আছে। ওরা মিলে সিদ্ধান্ত নিবে। ক্যাপ্টেন আছে ৫-৬ জন। যাকে পছন্দ হবে তাকেই নেবে।'  

এ সম্পর্কিত আরও পড়ুন সাকিবের | অনুপস্থিতে | টেস্ট | অধিনায়কে | আকরাম | খানের | ভাবনা