আর্কাইভ থেকে আন্তর্জাতিক

মন্দিরে নির্মাণ কাজের সময় মিলল মুঘল আমলের ৪০০ মুদ্রা

মন্দিরে নির্মাণ কাজের সময় মিলল মুঘল আমলের ৪০০ মুদ্রা
মন্দিরে দেওয়াল তোলার জন্য কাজ করছিলেন শ্রমিকরা। এসময় মাটি খুঁড়তে গিয়ে একপর্যায়ে শ্রমিকরা মুঘল আমলের প্রায় ৪০০টি মুদ্রা খুঁজে পান। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে। মঙ্গলবার (২৩ মে) ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, উত্তরপ্রদেশ রাজ্যের সাহারানপুরের নানৌতা এলাকার একটি মন্দিরে নির্মাণ কাজের সময় মুঘল আমলের প্রায় ৪০০টি মুদ্রা পাওয়া গেছে বলে সোমবার (২২ মে) জানিয়েছে পুলিশ। পুলিশ সুপার (গ্রামীণ) সাগর জৈন জানান, গেলো রোববার (২১ মে) রাতে এখানকার হুসেনপুর গ্রামের সতীধাম মন্দিরে সীমানা প্রাচীর তৈরির জন্য মাটি খনন করার সময় কয়েকজন শ্রমিক এসব মুদ্রার সন্ধান পান। তিনি আরও জানান, মুঘল আমলের মুদ্রা আবিষ্কারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মুদ্রাগুলো নিজেদের হেফাজতে নেয়। সাগর জৈন বলেন, উদ্ধারকৃত এসব মুদ্রার ওপরে আরবি ভাষায় কিছু লেখা রয়েছে। এই ধরনের মুদ্রা মুঘল আমলেই ব্যবহৃত হতো। ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ মুদ্রাগুলো পরীক্ষা করবে এবং এগুলো তৈরিতে কোন ধরনের ধাতু ব্যবহার করা হয়েছিল সেটিও খুঁজে বের করবে বলে জানিয়েছেন এই পুলিশ সুপার।

এ সম্পর্কিত আরও পড়ুন মন্দিরে | নির্মাণ | কাজের | সময় | মিলল | মুঘল | আমলের | ৪০০ | মুদ্রা