আর্কাইভ থেকে বিনোদন

জেনিফার লরেন্সের সাজ নিয়ে শোরগোল কান উৎসবে

জেনিফার লরেন্সের সাজ নিয়ে শোরগোল কান উৎসবে
‘কান চলচ্চিত্র উৎসব’ মানেই অভিনেতা-অভিনেত্রীদের পোশাক থেকে চলাফেরা— সব নিয়েই চলে বিতর্ক ও বিশ্লেষণ। বলিউড থেকে হলিউড, চর্চার মুখে পড়েন নানা জনেই। এ বার যেমন চর্চায় আমেরিকার অভিনেত্রী জেনিফার লরেন্স। আর চর্চার নেপথ্যে পোশাক নয়, রয়েছে তার পাদুকাজোড়া। ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের বিশেষ মঞ্চে ওঠার আগে ‘প্যালেস দে ফেস্টিভ্যাল’-এর সিঁড়িতে দাঁড়িয়ে আলোকচিত্রীদের জন্য পোজ দেয়ার সময় নজরে আসে ‘হাঙ্গার গেম‌্স’ খ্যাত অভিনেত্রী জেনিফার লরেন্সের পায়ের চটিজোড়া। পরনে লাল গাউন। কিন্তু পায়ে হিল জুতোর বদলে কালো স্ট্র্যাপ দেয়া চপ্পল। তা দেখেই নেটপাড়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। জাস্টিন ট্রেট পরিচালিত ছবি ‘অ্যানাটমি অফ আ ফল’-এর প্রিমিয়ারে যোগ দিতে এসেছিলেন জেনিফার। তবে তার জুতো নিয়ে যতই হাসির রোল উঠুক না কেন, অনুরাগীরা তার পক্ষ নিয়েই কথা বলেছেন। এক জন লিখেছেন, “খুবই স্বাভাবিক। এমন উঁচু হিল পরা পা দেখতে ভাল লাগলেও পা এবং কোমরের প্রভূত ক্ষতিও করে। তাই তার যা ইচ্ছে তিনি পরতেই পারেন।” অন্য আর এক জনের মন্তব্য, “আমি জেনিফারকে পছন্দ করি। তাই তার সাজগোজ নিয়ে আমার কিছু বলার নেই।” জেনিফার লরেন্স অভিনীত এবং প্রযোজিত তথ্যচিত্র ‘ব্রেড অ্যান্ড রোজেজ’ ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে সম্প্রতি। তালিবানি শাসনের পুনরুত্থানের পর তিন নারীর জীবন ছিল এই ছবির মূল উপজীব্য।
 
View this post on Instagram
 

A post shared by jenniferlawrencearg (@jlawrence_arg)

এ সম্পর্কিত আরও পড়ুন জেনিফার | লরেন্সের | সাজ | নিয়ে | শোরগোল | কান | উৎসবে