আর্কাইভ থেকে ক্রিকেট

আমার পক্ষে গা বাঁচিয়ে খেলা সম্ভব নয়: তাসকিন

আমার পক্ষে গা বাঁচিয়ে খেলা সম্ভব নয়: তাসকিন
টাইগার পেসার তাসকিন আমহেমদকে ইনজুরির কারণে অনেক কিছু হারাতে হয়েছে। ইনজুরিতে পরে ২০১৯ বিশ্বকাপে খেলার সুযোগ হয়নি তাঁর। সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে হোম ও অ্যাওয়ে সিরিজেও মাঠের বাইরে থাকতে হয়েছে চোটের কারণে। অবশ্য আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠের পূর্ণাঙ্গ সিরিজ দিয়েই ফেরার আশা করা যাচ্ছে এই গতি তারকার। মঙ্গলবার (২৩ মে) মিরপুরে ‘হোম অব ক্রিকেট’ শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে এসেছিলেন তাসকিন। সেখানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ইনজুরির প্রসঙ্গ আসলে তাসকিন বলেন, তাঁর পক্ষে গা বাঁচিয়ে খেলা সম্ভব নয়। তাসকিনের বলেন, “গা বাঁচিয়ে খেলা আমার জন্য সম্ভব নয়। বল হাতে নিয়ে খেলতে নামলে এটা মাথায় থাকেই না যে কীভাবে নিরাপদে খেলা যায়। আরও তো আমি পেস বোলার। লাল-সবুজের হয়ে খেলাটা অনেক গর্বের একটা ব্যাপার। শুধু এটা না, ক্রিকেটটাই আসলে। তো যখন খেলতে নামি, মাথায় এটা থাকে না যে সামনে বড় ইভেন্ট আছে না কী আছে। আল্লাহ যাতে সুস্থ রাখেন, এটাই সবসময় দোয়া করি।” ২৮ বছর বয়সী এই পেসার আরও বলেন, “ইনজুরির কারণে দলের বাইরে থাকার স্বাদটা কখনোই আনন্দদায়ক নয়। ক্রিকেটার হিসেবে খারাপ লাগে। ২০১৯ বিশ্বকাপে যখন বাদ পড়েছিলাম, ওই মুহূর্তটা খুব দুঃখজনক ছিল আমার জন্য বিষয়টা। তবে এখন বুঝতে পারি, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।”    

এ সম্পর্কিত আরও পড়ুন আমার | পক্ষে | গা | বাঁচিয়ে | খেলা | সম্ভব | তাসকিন