সিরাত জাহান স্বপ্নার পর এবার বাংলাদেশ নারী ফুটবল দলের ক্যাম্প ছাড়লেন সাফ চ্যাম্পিয়ন দলের আরেক সদস্য আঁখি খাতুন। তিনি জাতীয় দলের ক্যাম্প ছেড়ে নিজের বাড়ি সিরাজগঞ্জে চলে গেছেন। ক্যাম্প ছাড়ার কারণ হিসেবে বাফুফেকে তিনি জানিয়েছেন- তার মা অসুস্থ। মা সুস্থ হলে ফিরে আসবেন।
তবে আঁখির যাওয়ার পেছনে শোনা যাচ্ছে অন্য কারণও। আঁখির চীনে চলে যাওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। কারণ যেটাই হোক না কেন, বাংলাদেশের নারী ফুটবল দল একজন তারকা ফুটবলারকে হারাতে যাচ্ছে। এর আগেও মায়ের অসুস্থতার কারণে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্প ছেড়েছিলেন আঁখি।
পরে বাফুফে তাকে অনুরোধ করে ফিরিয়ে আনে। দুই দিন আগেই সাফ চ্যাম্পিয়ন দলের সদস্য সিরাত জাহান স্বপ্নাও সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে ফুটবলকে বিদায় জানান!
স্বপ্নার অবসর ঘোষণার দিনই জানা যায়, দীর্ঘদিন ধরে নারী দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করে যাওয়া গোলাম রব্বানী ছোটন চাকরি ছাড়ছেন। বাফুফের কাছে বারংবার জবাবদিহি এবং কিছু মনোঃকষ্টের কারণেই দেশকে দারুণ সব সাফল্য এনে দেয়া এই কোচ চলে যাচ্ছেন বলে শোনা যায়। এর আগে ক্যাম্প থেকে বাদ পড়ে ফুটবলকে বিদায় জানিয়েছিলেন সাফজয়ী দলের আনুচিং মগিনি আর সাজেদা খাতুন।
একের পর এক ফুটবলার এবং কোচের চলে যাওয়া নিয়ে অবশ্য খুব একটা চিন্তিত নন বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন। তার মতে এটাই স্বাভাবিক নিয়ম। তবে দেশের মুখ উজ্জ্বল করা ফুটবলাররা এত কম বয়সে অবসর নিচ্ছেন- সেটা কি আশংকার নয়?